শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ছয়বাড়িয়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মোঃ রাইছুল ইসলাম গাজী (২) ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের মোঃ রুবেল গাজীর ছেলে ।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে ছেড়ে দিয়ে পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিল। এ সময় সকলের অগোচরে শিশুটি হাঁটতে হাঁটতে বাড়ির পাশে পুকুরে পড়ে।তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে মৃত অবস্থায় পুকুরের পানির উপর ভাসতে দেখে। সর্বশেষ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া পানিতে ডুবে ওই শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post