খুলনার ডুমুরিয়ায় পুকুরের পানিতে ডুবে তাহেরা খাতুন নামের দেড় বছর
বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার শোভনার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।তাহেরা খাতুন উপজেলার শোভনা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মামুন ফকিরের একমাত্র মেয়ে।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু তাহেরা আজ শনিবার সকালে বাড়ির পাশ্ববর্তী পুকুর পাড়ে সমবয়সী অন্যান্য শিশুদের সাথে খেলছিল। এ সময় সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
এরপর পরিবারের লোকজন শিশুটিকে বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে নেমে তার মৃতদেহ উদ্ধার করে। তার আকস্মিক মৃত্যুতে স্বজনসহ এলাকাবাসীর মাঝে
শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ জোহর নামাজ বাদ পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে শিশু তাহেরার
জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post