Print Date & Time : 21 July 2025 Monday 9:37 pm

ডুমুরিয়ায় পুকুরে পাওয়া গেল ২০টি ইলিশ মাছ

খুলনার ডুমুরিয়া উপজেলার সাহসের লতাবুনিয়া গ্রামের একটি পুকুরে জেলেদের জালে ধরা পড়েছে ২০টি ইলিশ মাছ। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৪শ’ থেকে ৫শ’ গ্রাম পর্যন্ত। পুকুরে ইলিশ পাওয়ার খবরে তাৎক্ষণিক এলাকাময় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক মানুষ ইলিশ দেখতে ভীঁড় জমান সেখানে।

স্থানীয়রা জানান, উপজেলার লতাবুনিয়া গ্রামের অনিমেষ মন্ডল শুক্রবার বেলা ১১টায় নিজ পুকুরে মাছ ধরতে জেলেদের নামান। এরপর জাল উঠালে তাতে ঐ ইলিশ মাছ ধরা পড়ে।

অনিমেষ মন্ডল বলেন, তারা পুকুরে কোন ইলিশের চাষ করেননি। কিভাবে সেখানে ইলিশ ঢুকেছে তাও জানা নেই তাদের। তবে সেখানে ইলিশ পাওয়ায় তারা খুবই আনন্দিত।

স্থানীয় ইউপি সদস্য প্রশান্ত মল্লিক পুকুরে ইলিশ মাছ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় প্রবীণ জেলে সুকুমার বলেন, নদীর সঙ্গে ওই পুকুরের কোনো সংযোগ নেই। তারপরও সেখানে ইলিশ পাওয়ায় তার ধারণা কোননা কোন ভাবে সেখানে ইলিশের রেণু প্রবেশ করে থাকতে পারে।

ডুমুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক বলেন, পুকুরে ইলিশ হয় বিষয়টি এমন নয়। জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে। তবে এখন দেশে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে।

এ বিষয়ে খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল বলেন, বাণিজ্যিকভাবে পুকুরে ইলিশ চাষ করা নিয়ে এখনো গবেষণা চলছে। দ্রুত এ বিষয়ে সুখবরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দৈনিক দেশতথ্য//এইচ/