Print Date & Time : 21 July 2025 Monday 9:40 pm

ডুমুরিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলার খলিশাবুনিয়ায় রনি তালুকদার (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রনি সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতার রশিদ তালুকদারের ছেলে।

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তাকে একটি চিংড়ী ঘেরের বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তালা হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এব্যাপারে তালা থানায় একটি ইউডি মামলা হয়েছে। যার নং-২১/২৩। তবে সর্বশেষ তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

দৈনিক দেশতথ্য//এইচ//