শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার দেড়ুলীয়ায় মারিয়া খাতুন (১৩) নামে ৭ম শ্রেণির এক
স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায় , উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কৃষক মোবারক আলী ফকিরের ছোট মেয়ে দেড়ুলী-রঘুনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মারিয়া খাতুন শনিবার মারিয়ার মা সুফিয়া বেগম কাজে চলে যান। এরপর তিনি বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি শুরু করেন। তবে ভেতর থেকে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে চিৎকার করতে থাকলে
প্রতিবেশিরা এগিয়ে আসেন। একপর্যায়ে তারা ঘরের ভেতরে উঁকি দিয়ে আড়ায় মারিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এসময় তারা মারিয়াকে নীচে নামিয়ে দেখেন সে মারা গেছে।
এ প্রসঙ্গে উপজেলার রঘুনাথপুর পুলিশ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা লাশ উদ্ধার করেছেন।
প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে মারিয়া ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে থাকতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post