Print Date & Time : 17 July 2025 Thursday 6:55 pm

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: চলে গেলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া এনজিসিএন্ডএনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাস (৭৫)। শনিবার (২৮ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এর আগে, গত ১৯ মে সকালে ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন বাংলা শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাস (বীরেন স্যার) ডুমুরিয়ার চৌরঙ্গী মোড়ে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর গুরুতর আহতবস্থায় তাকে প্রথমে খুলনায় ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুতে গভীর শোক, আত্মার শান্তিকামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ওই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (এমপি), উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্ল্যা মোশারফ হোসেন মফিজ, যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক আসফার হোসেন জোয়ারদার প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এল//