Print Date & Time : 21 August 2025 Thursday 4:10 pm

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২৯৪ রোগী



স্টাফ রিপোর্টার
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একইসময়ে আরও ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫০ জন।

শনিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে পাঁচজন।

এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৪৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৩৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৩৩৫ জন। এ ছাড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।


দৈনিক দেশতথ্য//এল//