Print Date & Time : 20 July 2025 Sunday 3:29 am

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ মাসের শিশু আইসিইউতে

মো:ফয়সাল আলম,রাজশাহী প্রতিনিধি

ডেঙ্গুতে আক্রান্ত সাত মাস বয়সী সাবা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছে।
শিশু সাবা ছাড়াও হাসপাতালটিতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত সর্বমোট ১৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিশু সাবার বাবা রাজু জানান, তাদের বাড়ি নগরীর লক্ষিপুরে চন্ডিপুর এরাকায়। তিনি ঢাকায় চাকরি করেন। কয়েকদিন আগে তার স্ত্রী সাবাকে অসুস্থ অবস্থায় হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন ছিল।
পরবর্তীতে চিকিৎসকরা জানান, তাকে আইসিইউতে নিতে হবে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজশাহীতে এমন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে যাদের ঢাকা যাওয়ার কোন হিষ্ট্রি নাই। হাসপাতালের আইসিইউতে সাবা নামের এক শিশু চিকিৎসাধীন রয়েছে।’

দৈনিক দেশতথ্য// এইচ//