Print Date & Time : 8 September 2025 Monday 10:20 pm

ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালকের বিরুদ্ধে সটকে পড়ার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোস্ট অফিস মহল্লার লিজেন্ড মিরাজ প্লাজায় ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে সটকে পড়ার অভিযোগ উঠেছে থ্রি লিজেন্ট ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক নিলুফা আক্তারের বিরুদ্ধে। ভুক্তভোগী জমির মালিক চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেও ফ্ল্যাট বুঝে পাননি।

চুক্তি মোতাবেক ভাড়া না দেওয়া,টাইলসের কাজ অসমাপ্ত রাখা, সময়মতো ফ্ল্যাট বুঝে না দেওয়া,দশতলা ব্লিল্ডিং না করে গা ঢাকা দেওয়াসহ বারবার যোগাযোগ করেও কোনো সাড়া না পেয়ে থানায় অভিযোগ করে দ্রুত ফ্ল্যাট বুঝে পাওয়ার দাবি জানান ভুক্তভোগী জমির মালিক রেপ্তা।

এ বিষয়ে থ্রি লিজেন্ট ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক নিলুফা আক্তার পালিয়ে যায়নি আবার সারাজীবন নওগাঁয় থাকবো নাকি জানিয়ে বলেন, তাকে ফ্ল্যাট বুঝিয়ে দিতে গেলে বিভিন্ন ভাবে বাধা দেওয়ায় ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া যায়নি।কিন্তু এখন তারা তিনজন নিজেই ফ্ল্যাট বুঝে নিবে আমি আর ফ্ল্যাট বুঝে দিব না।আমি যা দেওয়ার তা দিয়ে দিয়েছি।প্রয়োজনে আইনি ভাবেও লড়বেন বলেন তিনি।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন,এরকম একটি অভিযোগ পেয়েছি,তবে সিভিল মামলা হওয়ায় তাদেরকে আদালতে মামলা করে জটিলতার নিস্পত্তি করার আইনগত পরামর্শ দিয়েছি।