Print Date & Time : 10 May 2025 Saturday 5:26 pm

ডোমারে অজ্ঞাত লাশ উদ্ধার

নীলফামারী জেলা প্রতিনিধি : শুক্রবার (২৬আগস্ট) নীলফামারী ডোমার উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকা থেকে একটি অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন ও ডোমার থানা পুলিশ।

স্থানীয়রা ও পুলিশ জানান, সকালে দিকে সেচপাম্পের ঘর থেকে গন্ধ বাহির হয় স্থানীয় কয়েকজন লোক কাছে গিয়ে দেখেন একটি লাশ দেখতে পান। পরে ডোমার থানার পুলিশকে জানালে একটি ফোর্স পাটিয়ে দেন। তবে, অনেকে ধারণা করতেছে কয়েক দিন আগে ডোমার উপজেলা থেকে অটোরিক্সাসহ একটি ছেলে হারিয়ে যায় তারেই লাশ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, সকালবেলা যখন ঘটনার সংবাদ পাই। একটি ফোর্স পাঠিয়ে দেই। পিবিআই রংপুর জন্য ফোন করা হয়েছে। পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

দৈনিক দেশতথ্য//এল//