Print Date & Time : 2 August 2025 Saturday 6:48 pm

ডোমারে চুরির ঘটনায় গ্রেফতার ২

ডোমার (নীলফামারী) প্রতিনিধি :নীলফামারীর ডোমার পৌর শহরে অবস্থিত মিম টেলিকম থেকে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতোয়ালি থানার ময়নামতি ক্যান্টমেন্ট এলাকা থেকে পুলিশ এসকর্টের মাধ্যমে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতার দুজন হলেন শেরপুর জেলার বাঘরাসা এলাকার মৃত জালাল মিয়ার পুত্র কামাল হোসেন (৩০) ও কুমিল্লা জেলার সোনাকান্দা ২১নং ওয়ার্ড এলাকার আব্দুল আউয়ালের পুত্র বাসির হোসেন বশির।

থানা সূত্র জানায়,পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, চুরির ঘটনায় এলাকাটির সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মালামাল উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করে জানান, মুন্নাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বানোয়ারী মোড় থেকে অপর যুবক নওশাদকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর সকালে ডোমার পৌর শহরের রিপন ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান মিম টেলিকমে কয়েকজনের সংঘবদ্ধ একটি চোরচক্র শাটারের তালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে প্রায় ৯০ লাখ টাকার দামী মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় ডোমার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী।