জিয়ারুল আড়াই বছর বয়সী মেয়ের পেটে ছুরি ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করার পর মাকে ও হত্যা করেন।এরপর পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা চালান।
নীলফামারীর ডোমারে স্ত্রী ও ৩ বছরের মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন জিয়া নামে এক যুবক। এ সময় তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা চালান। এ ছাড়া তার শাশুড়িকে কুপিয়ে আহত করেছেন। বুধবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বোড়াগাড়ি নিমোজ খানা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে তার ১ মাস বয়সী শিশু সন্তান ইয়াছিন, শ্বাশুড়ী বিলকিস বেগম ও ঘাতক জিয়ারুল নিজে। আশঙ্কাজনক অবস্থায় আহত তিনজনকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন, জিয়ারুলের স্ত্রী রত্না বেগম (২৫) ও আড়াই বছর বয়সী মেয়ে ইয়াছমিন আক্তার। ঘাতক জিয়ারুল ইসলাম উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়া এলাকার সুমারু মামুদের ছেলে। সে তার শ্বশুরবাড়ী নিমোজ খানার হরতকী তলায় ৪ বছর থেকে স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছেন।
স্থানীয়রা জানান, দুপুরে স্বামী জিয়ারুলের সাথে তার স্ত্রী রত্না বেগমের ঝগড়া লাগে। এর এক পর্যায়ে রত্না বেগম তার আড়াই বছরের কন্যা ইয়াছমিনকে নিয়ে বাইরে নিয়ে চলে যান। এ সময় রত্না বেগমের মা বিলকিস বেগম তার এক মাস বয়সী নাতীকে কোলে নিয়ে বাড়ীর বাইরে হরতকি তলার রাস্তায় আসেন।
জিয়ারুল ছুরি নিয়ে শ্বাশুড়ীর কোলে থাকা শিশু সন্তানকে আঘাত করে মাটিতে ফেলে দেন। শ্বাশুড়ী ওই শিশুটিকে রক্ষার জন্য গেলে জিয়ারুল তাকে কোপাতে থাকেন। গালে ও পিঠে কোপ খাওয়ার পরও সে বাচ্চাটিকে পানির ভিতর থেকে উদ্ধার করেন।
এ সময় জিয়ারুল আড়াই বছর বয়সী মেয়ের পেটে ছুরি ঢুকিয়ে নাড়ী-ভুড়ি বের করে ফেলেন। মেয়ের মৃত্যু নিশ্চিত করার পর মাকে ও ছুরি দিয়ে হত্যা করেন। এভাবে স্ত্রী ও কন্যাকে হত্যার পর জিয়ারুল নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এতে তার নাড়ী-ভুড়ি বের হয়ে পড়ে। তারপর সে রাস্তায় পড়ে কাতরাতে থাকে।
পুলিশ গিয়ে আহত বিলকিস বেগম তার নাতী ইয়াছিন ও ঘাতক জিয়ারুলকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হরতকী তলার রাস্তার এক ধারে মা রত্না বেগম ও নাড়ী-ভুড়ি বের হয়ে হয়ে মেয়ের লাশ পড়ে রয়েছেন। পাশেই শিশু সন্তানকে কোলে নিয়ে রক্তাত্ব অবস্থায় কাতরাচ্ছেন নিহত রত্নার মা বিলকিস বেগম। রাস্তার মাঝখানে পড়ে রয়েছেন ঘাতক জিয়ারুল। এ সময় তার পেটের নারী-ভুড়ি বের হয়ে তিনিও কাতরাচ্ছেন। মা ও মেয়ে হত্যার খবরটি ছড়িয়ে পড়লে আশে পাশের হাজার হাজার নারী-পুরুষ এক নজর মা ও মেয়ের লাশ টি দেখার জন্য ভীড় জমায়।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ৩১,২০২২//

Discussion about this post