ওপেলিয়া কনি, কুষ্টিয়া// বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে কুষ্টিয়ার মিরপুরে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
সোমবার বিকেলে মিরপুর বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, “৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। জনগণই বিএনপি’র শক্তি। এই শক্তিকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”
অধ্যাপক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্নভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে বিএনপি জনগণের পাশে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে জনগণ আছে। তিনি কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবেন না। ড. ইউনুস সেফ এক্সিটের জন্য নির্বাচন দেবেন—তাহলে তাঁর সম্মান অক্ষুণ্ন থাকবে, অন্যথায় তাঁর পরিণতি ভয়াবহ হতে পারে।”
এরপর সন্ধ্যায় তিনি মিরপুর উপজেলার পালপাড়া শ্রীশ্রী মাতৃ মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কমিটির সাধারণ সম্পাদক কাজল কুমার কুন্ডুর হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় আইনজীবী বুলবুল আবু সাইদ শামীমসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//৩০ সেপ্টেম্বর ২০২৫