Print Date & Time : 4 July 2025 Friday 3:10 am

ঢাকা ছেড়ে পালালেন কলকাতার মীর!


স্টাফ রিপোর্টার:
কলকাতার জনপ্রিয় রেডিও জকি, উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। সম্প্রতি ফুড ভ্লগিং প্রজেক্টের কাজে তিনি বাংলাদেশে এসেছেন। ভ্লগিং করতে নানান জায়গায় গিয়ে বিভিন্ন খাবার খাচ্ছেন। অল্প সময়েই এ দেশের খাবারের প্রেমে পড়েছেন মীর।

খাবারে মুগ্ধ হলেও ট্র্যাফিক জ্যামে অতিষ্ঠ হয়েছেন ‘মীরাক্কেল’ খ্যাত এই উপস্থাপক। একদিকে জ্যাম, অন্যদিকে দাওয়াতের চাপ। আর তাই ঢাকা ছেড়ে পালিয়েছেন মীর। বর্তমানে তিনি কক্সবাজারে আছেন।

বুধবার (৩০ মার্চ) বিকেলে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ঢাকায় পর পর দাওয়াতের চাপ আর নিতে না পেরে পালিয়ে এলাম কক্সবাজার, আজ সকালের বিমানে। এখানেও নিস্তার নেই! পালংকিতে মারকাটারি আয়োজন। খাবারের সমুদ্র পেরিয়ে আর কোথায় পালাব আমরা?’

একটি টেলিভিশনের সাক্ষাৎকারে বাংলাদেশের নাগরিকত্ব চেয়ে মীর বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ থাকবে, ইন্দ্রজিৎ লাহিড়ীসহ (মীরের সফরসঙ্গী) আমাদের এই দুজনকে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব দিয়ে দিন। কারণ, এ দেশের মানুষের ভালোবাসা, আদর ও আপ্যায়ন সবই মুগ্ধ করেছে। তাই আমরা দুজন এ দেশে থেকে যেতে চাই। সত্যিই নিজের বাড়ির কথা আর মনে পড়ছে না। আমি বাংলাদেশে এলে আমার মায়ের হাতের রান্না ভুলে যাই।’

দৈনিক দেশতথ্য//এল//