Print Date & Time : 5 July 2025 Saturday 11:35 am

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাঁদবাজি বন্ধে পুলিশের অভিযান

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহন সেক্টরে চাঁদা বাজি বন্ধে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ সাঁড়াশি অভিযানে নেমেছে। রোজা ও ঈদকে ঘিরে যাত্রী এবং পরিবহন শ্রমিকদের যাতে কেউ হয়রানি করতে না পারে সে জন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অভিযানে নেমেছেন বলে গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন।
আজ বুধবার গোড়াই হাইওয়ে থানা পুলিশ সুত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, পুলিশের মহাপরিদর্শক এবং হাইওয়ে পুলিশের মহাপরিচালকের দিক নির্দেশনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থানার গোড়াই হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের কারিয়াকৈর থেকে করটিয়ার মাদারজানি পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পরিবহন সেক্টরের এই চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোন সদস্য এবং অন্য কোন সংস্থা জড়িত থাকলে তাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহন সেক্টরে চাঁদা বাজি বন্ধের জন্য সাধারন যাত্রী, যানবহানের চালক এবং হেলপারগনও সরকার ও পুলিশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বরেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক। টাঙ্গাইল জেলাসহ উত্তরাঞ্চলের ২২ টি জেলার শতশত যানবাহন বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে চলাচল করে আসছে। রোজা ও ঈদকে সামনে রেখে পরিবহন সেক্টর থেকে কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাঁড় দেওয়া হবে না। যদি কোন পুলিশ সদস্যও জড়িত থাকে তাকেও আইনের আওতায় আনা হবে।

দৈনিক দেশতথ্য//এল//