ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ঘ ইউনিটে ( মানবিকে) সম্মিলিত মেধা তালিকায় চতুর্থ স্থান লাভ করেছে মেধাবী ছাত্রী সাদিয়া আফরিন তুলি। তার মেধা স্কোর ও প্রাপ্ত নম্বর ৯৭ দশমিক ৩৫। এছাড়া ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটেও সে মেধা তালিকায় স্থান পেয়েছে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি গ্রামে। তার বাবা মো. আমিনুর রহমান ওয়ার্শি পাইকপাড়া এম ইয়াসিন এন্ড ইউনুছ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাতা আছমা বেগম গৃহিনী এবং তিনিও একজন শিক্ষানুরাগী। গতকাল মঙ্গলবার (৫ জুলাই) ফলাফল প্রকাশ হয়েছে বলে মেধাবী ছাত্রী সাদিয়া আফরিন তুলির পিতা মো. আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মেধাবী ছাত্রী সাদিয়া আফরিন তুলি জেএসসি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি লাভের পর ২০১৯ সালে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ঢাকার রাজউক উত্তরা কলেজে ভর্তি হয়। ২০২১ সালে রাজউক উত্তরা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে সম্মিলিত মেধালিকায় ১৬ তম স্থান দখল করে। এইচএসসি পাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ইউসিসি ফার্মগেইট শাখায় কোচিং-এ ভর্তি হয়।
এ ব্যাপারে সাদিয়া আফরিন তুলি এই প্রতিবেদককে জানায়, আমার বাবা-মা, স্কুল-কলেজের শিক্ষক ও সহপাঠিদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা এবং ইউসিসি কোচিং সেন্টারের শিক্ষকদের সঠিক দিক নির্দেশনায় ঢাকা বিশ^বিদ্যালয়ের মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। আমি আমার মেধা ও শ্রম দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে দেশ ও দেশের মাসুষের জন্য সেবা করতে চাই।
এ ব্যাপারে সাদিয়া আফরিন তুলির পিতা স্কুল শিক্ষক মো. আমিনুর রহমান ও মাতা আছমা বেগম বলেন, পড়াশোনা করে তুলি মানুষের মত মানুষ হয়ে দেশও দেমের মানুসের সেবা করবে এটাই চাওয়া ও প্রত্যাশা। আমার দুটি কন্যা সন্তান। ছোট মেয়েও একজন মেধাবী ছাত্রী। মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে তার রোল এক। আমি আমার সন্তানদের জন্য সকলেল দোয়া ও সহযোগিতা চাই।
এদিকে তুলির এই সাফল্য জনক ফলাফলের জন্য কৃতজ্ঞতা ও তাকে অভিনন্দন জানিয়েছেন, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, এফবিআইসিসির পরিচালক ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজের সভাপতি খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার আক্তার শিমুল, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, সাত নং ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম মল্লিক হুরমহল এবং মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ৬,২০২২