সোহেল হায়দার চৌধুরী সভাপতি আকতার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

মুক্তি যুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন আজ ২৯ মার্চ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে সোহেল হায়দার চৌধূরী ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি সাজ্জাদ আলম খান তপু ৬৯০ এবং কুদ্দুস আফ্রাদ ৪৭৯ ভোট পেয়েছেন।
নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফলঃ
সিনিয়র সহ সভাপতি পদে এমএ কুদ্দুস ৬৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি খোন্দকার মোজাম্মেল হক ৪১৩, শাখায়াত হোসেন ২৭৩, সুনীতি কুমার বিশ্বাস ২৪৭ ও সাবিরা ইসলাম ১৮১ ভোট পেযেছেন।
সহ সভাপতি পদে মানিক লাল ঘোষ ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি কে এম শহিদুল ইসলাম ৪৩০, হেমায়েত হোসেন ৫১৭, রফিকুল ইসলাম সুজন ২৫৬ ভোট পেযেছেন।
সাধারণ সম্পাদক পদে ৭৩৬ ভোট পেয়ে আকতার হোসেন বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি মেহেদী হাসান ৬৪২, গাজী জহিরুল ইসলাম ৪৪৫ ও সোহেল সানি পেয়েছেন ৫৩ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ৬৫৫ ভোট পেয়ে খাইরুল আলম বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি আসাদুজ্জামান ৪২৫, আমীর মোহাম্মদ জুয়েল ৩৭৯, শামীমা আক্তার (শামীমা দোলা) ৩৬৮ ভোট পেয়েছেন।
কোষাধ্যাক্ষ পদে ৭২৯ ভোট পেয়ে আশরাফুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি সোহেলী চৌধুরী ৪৯৩, সাজু রহমান ৩৭৯ এবং সাজেদা হক ১৮০ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি গোলাম মজতুবা ধ্রুব ৭৮৬, জাহাঙ্গীর খান বাবু ১২৯ এবং ফিরোজ কবীর শাওন ৬৬ ভোট পেয়েছেন।
আইন বিষয়ক সম্পাদক পদে এসএম সাইফ আলী ১০৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি কামরুল ইসলাম ভূঁইয়া ৩৪৭, দুলাল মিত্র ৩২৪ ভোট পেয়েছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাজু হামিদ ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি মাসুদ ঢালী ৪৫২, রুমী আক্তার পলি ২৯০ এবং মুহাম্মদ মামুন শেখ ২৮৮ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে আমান উল্লাহ আমান ৭২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি শাহানাজ পারভীন এলিস ৬৩৯, জান্নাতুল ফেরদৌস চৌধুরী ৪৫৩ ভোট পেয়েছেন।
কল্যাণ সম্পাদক পদে জুবায়ের চৌধুরী ৭৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি সমীরণ রায় ৫৫২, অজিত মহলদার ৪০০ ভোট পেয়েছেন।
ক্রিড়া ও সাংষ্কুতিক সম্পাদক পদে সাকিলা পারভীন ৮৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি এম জহিরুল ইসলাম ৫৯১, মো: সফিউর রহমান পেয়েছেন ১৯১ভোট।
নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু ৭০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি দিপা ঘোষ রিতা ৫৩৪ এবং রারজানা সুলতানা পেয়েছেন ৪৬০ ভোট।
নির্বাহী সদস্য পদে ২৪ জনের মধ্যে ৮ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মুজিব মাসুদ ৬৭৫ ভোট পেয়ে ১ নং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপর দুলাল খান ৬৪৪, ইব্রাহিম খলিল খোকন ৬২৪, আসাদুর রহমান ৬০৭, সলিম উল্লাহ সেলিম ৬০৬, আনোয়ার হোসেন ৫৯২, মহিউদ্দিন পলাশ ৫৪৫, রেহেনা পারভীন ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
পরাজিত সদস্যদের মধ্যে এ এম শাহাজাহান মিয়া ৪৫২, শারমীন সোমা ৪৪৭, রুহুল আমীন ৪০৪, হুমায়ূন কবীর মুজিব ৩৮৩, এম মোশারফ হোসেন ৩৮২, আমিরুল ইসলাম ৩৭৯, জাফর আহমেদ ৩৭৩, শাহাজাহান স্বপন ৩৫৯, বুদ্ধদেব হালদার ৩৩৬, ইউসূফ আলী বাচ্চু ৩৩১, সালাম মাহামুদ ৩০৮, মইনুল হোসেন পিনু ২৮৬,এস এম শামীম ২৫৬, মো: মেহেদী জামান ২৪৭, শহিদুল ইসলাম স্বপন ২৪০ ও সাজ্জাদ হোসেন ২১৪ ভোট পেয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//২৯ মার্চ ২০২২//