Print Date & Time : 7 August 2025 Thursday 4:35 am

‘তরুণদের জন্য মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে’

এনামুল হক কুষ্টিয়া:
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন,‘এরপরে যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের প্রতি আমার একটি আহ্বান। বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আমাদের তরুণদের জন্যে আবশ্যকীয় মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তরুণেরা দেখিয়েছে, তারা বুলেটকে ভয় পায় না। আবু সাঈদ দেখিয়েছে যে বুলেটের সামনে কীভাবে দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা যায়। আল্লাহর রহমতে এমন শক্তি নাই যারা ১৮ কোটি মুসলমানের দেশকে পদানত করতে সক্ষম।’

মঙ্গলবার (৫ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট বিপ্লব’ এদেশে নিম্ন-মধ্যবিত্ত, চাকুরীজীবী-ছাত্রসহ খেটে খাওয়া মানুষের বিপ্লব। শুধু মাত্র ফ‌্যাসিস্ট এবং ভারতীয় দালাল শ্রেণি ব্যতীত বাংলাদেশের প্রতিটি জনগণ এই বিপ্লবের অংশীদার। এটা যেন আমরা কখনো ভুলে না যাই। আপনারা যদি শহিদদের তালিকাও দেখেন তার মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে বাংলাদেশের সাধারণ কর্মজীবী মানুষ, শ্রমিক, রিকশাচালক। এই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হবে, বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হয় নাহলে একসময় জনগণ ভুলে যায় বিপ্লবের কথা।

মাহমুদুর রহমান আরও বলেন, এ বিপ্লবের জন্য দুটো থ্রেট আসছে? একটা হলো অভ্যন্তরীণ। সেগুলো আসছে আমাদের সমাজব্যবস্থার মধ্যে কিংবা রাষ্ট্রব্যবস্থার মধ্যে বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনে যে ফ্যাসিবাদের দালাল এবং ভারতীয় আধিপত্যবাদের দালালদের অনুপ্রবেশ ঘটেছে তাদের মধ্য হতে। এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে।কেবল এই বিশ্ববিদ্যালয়ই নয়, বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় কাঠামোতে যে সমস্ত ফ্যাসিবাদের দোসর কিংবা ভারতীয় সাম্রাজ্যবাদের দালালরা আছেন, তাদেরকে খুঁজে বের করে তাদের চিহ্নিত করা আমাদের সকলের কর্তব্য।

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশের তরুণদের মধ্যে ভারতীয় আধিপত্যবাদ এবং ইসলাম প্রশ্নে অসাধারণ ইমান দেখতে পেয়েছি। এই দুটো প্রশ্নে তাদের মধ্যে যে দৃঢ়তা আমি দেখেছি তাতে আমি জোর দিয়ে বলতে চাই, বাংলাদেশকে ইনশাল্লাহ আর কোনোদিন ফ্যাসিবাদ কবলিত করা যাবে না। আর কোনোদিন দিল্লির উপনিবেশ পরিণত করা যাবে না।’

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্বর থেকে এ বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রধান ফটক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার শুরুতে অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কুরআন থেকে তেলোয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে জুলাই শহিদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন এবং দোয়া করা হয়। এতে বিভিন্ন বিভাগ, হল, শিক্ষক ও ছাত্র সংগঠন, কর্মকর্তা কর্মচারী-সংগঠনসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।