Print Date & Time : 10 May 2025 Saturday 12:53 pm

তাঁতকন্যা শীর্ষক ডকু ফিল্ম প্রদর্শণী ও আলোচনা অনু্ষ্ঠান

তেজগাঁও জেডিপিসিতে তাঁতকন্যা শীর্ষক ডকু ফিল্ম প্রদর্শণী ও আলোচনা অনু্ষ্ঠানে প্রধান অতিথি পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের মন্ত্রী বীর প্রতিক গোলাম দস্তগীর গাজী, বিশেষ অতিথি তাঁত বোর্ডের চেয়ারম্যান এলিজাবেথ বিনতে এলিজা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মুস্তাফিজুল হক,মিডিয়া ব্যাক্তিত্ব ডা. উজ্জ্বল কুমার রায়,প্রফেসর আলিমুজ্জামান, প্রফেসর মাহমুদা বেগম, অধ্যাপক ফাইকুর জামান বাদশা। ফ্যাশন গবেষক নুসরাত জাহান নিপার “তাঁত কন্যা” হয়ে ওঠার সত্য গল্প অবলম্বনে ৩০ মিনিট ব্যাপ্তি কালের প্রামাণ্য চিত্রটি পরিচালনা করেছেন সুমন ধর।

রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৬,২০২২//