মোঃ রাসেল , বরগুনা: কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে নিহত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীরের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জুন) রাত সোয়া ১০ টার দিকে বরগুনা সরকারি কলেজ মাঠে এ জানাজা নামাজ সম্পন্ন হয়।
নিহত শিক্ষার্থী তানভীর আহমেদ (২৩) বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল মালেকের ছেলে। তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
জানা যায়, সোমবার (১২ জুন) কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয় তানভীর। এর ৪৪ ঘণ্টা পর আজ তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর আজ রাতে তার মরদেহ নিজ জেলা বরগুনায় পৌঁছে। এবং বরগুনা সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা সম্পন্ন হয়।
এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে পুরো জেলা জুড়ে। তার মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মানুষের ঢল নামে কলেজ মাঠে। শেষবারের মত তাকে এক নজর দেখতে ভীর করে জেলার সর্বস্তরের মানুষ। ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা ও পরিবারের সদস্যরা। ছোটবেলার সহপাঠীরাও বন্ধু হারানোর শোকে কাতর।
জানাজায় উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার মেয়র এ্যাড. কামরুল আহসান মহারাজ। তিনি বলেন, এক উজ্জল মেধাবীকে হারালাম আমরা। তার পরিবারকে সান্তনা দেয়ার মত ভাষা আমাদের নেই৷ আল্লাহ তানভীরকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//