স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারপরও আমার জীবনের একটা প্রতিজ্ঞা ছিল। জীবনে এক দিন সময় আসবে। কারণ, এতো আত্মত্যাগ কোনো দিন বৃথা যেতে পারে না। এই শোক-কষ্ট সহ্য করা কতো কঠিন। রিফিউজি হিসেবে থাকায় নাম-পরিচয়টা দিতে পারেনি। কারণ, নিরাপত্তার স্বার্থে যে দেশে আশ্রয় নিয়েছিলাম, তাদের এটাই ছিল নির্দেশ।
রোববার (২৭ মার্চ) ‘মুজিব কর্নার’ উদ্বোধন করতে গিয়ে এ প্রতিজ্ঞার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএসএফের (স্পেশাল সিকিউরিটি ফোর্স) সদরদপ্তর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ কর্নার উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর প্রবাসে ছিলাম। সত্যকে মুছে ফেলা যায় না, আজকেই সেটাই প্রমাণ হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্টের পর বাংলাদেশের ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আসলেই ইতিহাস সব সময় প্রতিশোধ নেয়।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও জয় বাংলা নিষিদ্ধ ছিল। মুক্তিযুদ্ধের কয়েকটি গান ছিল, যে গানগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিত, সেগুলো ছিল নিষিদ্ধ। কোথাও বঙ্গবন্ধুর ছবি থাকলে, সেটা হয় কাগজ দিয়ে বন্ধ করা হতো, না হয় আঙুল দিয়ে ঢেকে রাখা হতো। দেশের মূল ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল মন্তব্য করেন তিনি।
দৈনিক দেশতথ্য//এল//