সোমবার (০৯ মে) রাতে ২০ বছর আগে নির্মিত একটি সেতু হঠাৎ ভেঙে পড়ে। এতে বিপাকে পড়েছে উপজেলার ১০ গ্রামের মানুষ।
স্থানীয় প্রকৌশলী বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সোবাহানপাড়া-আগাপাড়া খালের ওপর এই সেতুটি প্রায় ২০ বছর আগে নির্মিত হয়। নির্মাণর পাঁচ বছরের মাথায়ই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপর দীর্ঘ দিনেও কোনো সংস্কার না করায় লোহার এঙ্গেলগুলো নষ্ট হয়ে যায়।
এ সেতু দিয়ে তালতলী সদর বাজারসহ জেলা শহরে ওই এলাকার ১০ গ্রামের প্রায় ১২ হাজার গ্রামবাসী চলাচল করেন। একই সঙ্গে সোবাহানপাড়া মাদ্রাসা, আগাপাড়া মাধ্যমিক বিদ্যালয়সহ তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী আসা-যাওয়া করে ওই ব্রিজ দিয়ে।
সেতুটি ভেঙে যাওয়ায় জনসাধারণ ও স্কুলশিক্ষর্থীদের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে তাদের লেখাপড়া।
সোবাহানপাড়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী বলেন, সেতু ভেঙে যাওয়ার আগে ঝুঁকি নিয়ে পারাপার হয়ে আমরা মাদ্রাসায় গিয়েছি। আর এখন তো মাদ্রাসায় যাওয়া বন্ধ রয়েছে। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা করার দাবি জানান তারা।
সোবাহানপাড়া মাদ্রাসার শিক্ষক কবিরহোসেন বলেন,সোমবার(০৯ মে) রাতে হঠাৎ করে সেতুটি ভেঙে যায়। সেতুটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন এই এলাকার সঙ্গে তালতলীর যোগাযোগ বিছিন্ন রয়েছে। দ্রুত নতুন একটি সেতু নির্মাণ করা দরকার।
তালতলী উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী বলেন, গত বিশ বছর আগের সেতুটি ভেঙে খালে পড়ার খবর পেয়েছি। আমি সরেজমিন গিয়ে পরিদর্শন করে বিস্তারিত জানাব।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১১,২০২২//

Discussion about this post