Print Date & Time : 15 May 2025 Thursday 12:34 pm

‘তাসকিনের মতো পেসারকে হারাতে চাই না’

স্পোর্টস ডেস্ক:
সোমবার দুপুরের দিকে জানা যায় আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতে প্রস্তাব পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এরপর বিষয়টি নিয়ে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স জালাল ইউনুস।

বৈঠক শেষে জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, তাসকিনের সঙ্গে আলাপ হয়েছে, তাসকিন দেশের খেলা বাদ দিয়ে আইপিএলে যাবে না। এমনকি বিসিবিও চায় না, এই মুহূর্তে আইপিএলে খেলুক তাসকিন।

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষের পথে। এরপর রয়েছে দুটি টেস্ট ম্যাচ। প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে দুর্দান্ত পারফর্ম করছেন তাসকিন। প্রথম ম্যাচে ৩৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও বোলিং করেছেন কম ইকোনমিতে।

তাই তো তাকে ছাড়তে চায় না দল। সোমবার দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘তাসকিন এ মুহূর্তে বাংলাদেশের একজন সেরা বোলার। দক্ষিণ আফ্রিকার মত কঠিন কন্ডিশনে তাসকিনের প্রয়োজন আছে। এ কারণে তাকে ছাড়া যাবে না।’

তবে সুযোগ হাতছাড়া করা নিয়েও হতাশা প্রকাশ করেন সুজন। আশা প্রকাশ করেন সামনে সুযোগ আবারও আসবে যদি এভাবে খেলে যেতে পারে।

‘এমন একটা সময়ে এ সুযোগ এসেছে যে, ওর জন্যই খারাপ লাগছে। এটা ওর জন্য একটা বড় অপরচুনিটি ছিল। আবার দেশের কথাটাও চিন্তা করতে হবে। দেশ তো আগে। তাসকিন এখন আমাদের টপ লেভেলের বোলার, সত্যি কথা। দারুণ ফর্মে আছে। এভাবে চললে সুযোগ আরও আসবে সামনে।’

টেস্ট সিরিজে তাসকিনকে নেতৃত্ব দিতে হবে বোলিংয়ে। এই সময়ে তাকে দলে না পেলে অনেক পিছিয়ে পড়তে হবে বলে জানান সুজন।

আমরা তো এখানে টেস্ট জিততে চাই আসলে। সাউথ আফ্রিকা হয়তো খেলোয়াড় ছেড়ে দেওয়ার সাহস দেখাতে পারে, ‘আমরা তো সেটা দেখাতে পারি না। আমাদের কিন্তু টেস্ট জেতাটা খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় ডিফারেন্ট কন্ডিশন। এখানে ফাস্ট বোলারদের একটা হেল্প থাকবে। তো এখানে তাসকিনের মত পেসারকে সহজে হারাতে চাই না আমরা।’

দৈনিক দেশতথ্য//এল//