Print Date & Time : 11 May 2025 Sunday 1:40 am

তাহিরপুরের সাংবাদিক শাহীনের উপর সন্ত্রাসী হামলা

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের  পাটানপাড়া বাজারে সন্ত্রাসী আফতাব উদ্দিন ও তার বাহিনীর লোকজনের হাতে হামলার শিকার হয়েছেন সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন (৫৩)।

তিনি স্থানীয় পাটানপাড়া নিবাসী মরহুম সিরাজ মিয়া সর্দারের ছেলে এবং দৈনিক খবরপত্র পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গত ২৬ জুন রবিবার রাত ৮টায় সোহালা নিবাসী মরহুম জয়নাল আবেদীনের পুত্র সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন (৩৫) তার বাড়ীতে শাহীনের বড় ভাই হুমায়ূন কবীরকে ডেকে নেয়। সেখানে  গডফাদার আফতাব উদ্দিনের সহযোগীতায় হুমায়ূন কবীরের সৎ ভাই শিপন সর্দার ওরফে ইয়াবা শিপন (৩০),সুমন সর্দার (২৮) ও রিপন সর্দার (৩২) এই ৩ সহোদর এবং তাদের সহযোগী স্থানীয় কোনাটছড়া  গ্রামের মোক্তার হোসেন এর পুত্র সন্ত্রাসী জিন্নাহ (৩৫),ঘাগরা গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মানিক (২৭),হুমায়ূন কবীরকে প্রাণণাশের হুমকি দেয়। শুধু তাই নয় উক্ত সন্ত্রাসীরা আফতাব উদ্দিনের সহায়তায় বিভিন্ন সময় ভাড়াটে মাস্তানদের নিয়ে চাঁদাবাজী ও দখলবাজীর উদ্দেশ্যে হুমায়ূন কবীরের পাটানপাড়া বাজারস্থ ভৈরবী বাজার ঘাটের অফিস ঘরে এসে জোরপূর্বকভাবে অবস্থান নিয়ে তাকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে তাদের একমাত্র বাজার ঘাটটি অবৈধভাবে দখলের অপচেষ্টা চালায়। চাহিতো ঘাট লিখে না দেয়ায় আফতাব উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী,হুমায়ূন কবীরের পাশাপাশি,তার ছোট ভাই সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীনকেও খুন করবে বলে ঘোষণা দেয়।

এ ঘটনায় দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেসক্লাব সদস্য হোসাইন মাহমুদ শাহীন বাদী হয়ে গত ২৯ জুন তাহিরপুর থানায় আফতাব উদ্দিনসহ ৬ জনের নাম উল্লেখ করত: অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর কবিরকে দায়িত্ব দেন।

আর//দৈনিক দেশতথ্য//২২ জুলাই-২০২২//