Print Date & Time : 14 July 2025 Monday 8:37 am

তাড়াইলে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের তাড়াইলে ৪ কেজি গাঁজাসহ আম্বিয়া আক্তার (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দামিহা পশ্চিমপাড়া এলাকায় আম্বিয়া আক্তারের বসতবাড়ি থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের এ গাঁজাসহ তাকে আটক করা হয়।

আম্বিয়া আক্তার উপজেলার দামিহা ইউনিয়নের দামিহা (পশ্চিমপাড়া) গ্রামের আঞ্জু মিয়ার স্ত্রী।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, আম্বিয়া আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় মামলা দায়ের করে বুধবার (৩০ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ/