Print Date & Time : 1 July 2025 Tuesday 9:07 pm

তিন জেএমবির যাবজ্জীবন কারাদণ্ড

জাহাঙ্গীর আলম শাহীন, নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট:লালমনিরহাট জেলায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির তিন জন জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে।
আজ সোমবার ২১ নভেম্বর দুপুরে লালমনিরহাট জেলা দায়রা জজ ও সন্ত্রাস বিরোধী ট্রাইবুনাল এক এর বিজ্ঞ বিচারক মো মিজানুর রহমান এ আদেশ প্রদান করেছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো: আসাদুজ্জামান(৩৭) মোঃ শফিক(৩৫) ও মোঃ মোখলেছার রহমান(৩৬)।

সন্ত্রাস বিরোধী আইনে জঙ্গিবাদে জড়িত থাকায় তাদের সাজা দিয়েছে।
এদিকে একই মামলার আসামী তফিজুল ইসলাম(৩৪) সহ মোট চার জঙ্গীকে দোষী সাব্যস্ত করে ১৪ বছর কারাদন্ডের আদেশ দেন। এদের প্রত্যেকের বাড়ি পাটগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে।

মামলা সুত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ আগষ্ট গোপন সূত্রের ভিত্তিতে র‍্যাব ১৩ এর ১টি টহল দল সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভায় একটি কাঠমিস্ত্রীর দোকানে অভিযান চালিয়ে আসামিদের হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি ও জেহাদী বই প্রচারপত্র উদ্ধার করে। দীর্ঘ চার বছর পর এই রায় হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//