কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত হওয়ার ৩দিন পার হলেও তার লাশ ফেরত দেয়নি বিএসএফ। বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ ফেরত নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও লাশ ফেরত না দিয়ে বিএসএফ’র গড়িমসি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। ফলে লাশ ফেরত না পেয়ে বিজিবি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সোমবার বিকাল সোয়া ৩টার দিকে ১৫১-১৪(এস) সীমান্ত পিলার সংলগ্ন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সাড়ে ৩টা পর্যন্ত চলা পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ ভারতের পশ্চিমবঙ্গের নদীয় জেলার হোগলবাড়িয়া থানার অর্ন্তগত মেঘনা কোম্পানী কমান্ডার। পতাকা বৈঠকে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবক লিটন বিশ্বাসের লাশ বিজিবি’র পক্ষ থেকে ফেরত চাওয়া হলে বিএসএফ লাশ ফেরত না দিয়ে কৃষ্ণনগর হাসপাতাল মর্গে রয়েছে বলে গড়িমসি করে। লাশ ফেরত নিয়ে বিএসএফ’র এমন আচরণে বিজিবি চরম ক্ষুক্ষ প্রতিক্রিয়া ব্যক্ত করে পতাকা বৈঠক শেষ করে ফেরত আসেন। এদিকে গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ফেরত না পেয়ে নিহতের স্বজনরা চরম হতাশ হয়ে উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে লিটন বিশ্বাস (৩২) নামে এক বাংলাদেশী মাদক চোরাকারবারী যুবক নিহত হয়। সে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে। ওইদিন রাতে লিটন বিশ্বাসের নেতৃত্বে একদল মাদক চোরাকারবারী ভারত থেকে মাদক করছিল। এসময় ১৫১-৬(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্তে ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন বিশ্বাস নিহত হলে অপর মাদক চোরাকারবারীরা বাংলাদেশ সীমানায় পালিয়ে আসে। পরে বিএসএফ লিটন বিশ্বাসের লাশ উদ্ধার করে হোগলবাড়িয়া থানায় সোপর্দ করে। হোগলবাড়িয়া থানা পুলিশ নিহত যুবকের লাশের ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৮,২০২২//

Discussion about this post