ছবিতে দেখা যাচ্ছে তিন মাথাওয়ালা একটি সাপ। তবে প্রকৃতপক্ষে এটি একটি প্রজাপতি। যার নাম “অ্যাটাকাস অ্যাটলাস”। এটি বিশ্বের বৃহত্তম প্রজাপতি। এদের আয়ুষ্কাল মাত্র দুই সপ্তাহ। ডিম পারা এবং ডিমগুলোকে শিকারিদের হাত থেকে রক্ষা করার জন্য এরা এরুপ ছদ্মবেশ ধারণ করে।

Print Date & Time : 22 August 2025 Friday 9:42 pm