হাটহাজারীতে ইয়াছমিন আক্তার (৩১) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। তবে গৃহবধুর স্বজনদের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে খবর পেয়ে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ নবী মিস্ত্রি বাড়ীর আবুল কাশেম মানিকের ঘর থেকে পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে।
জানা গেছে, তিন সন্তানের মা নিহত ইয়াছমিন ওই এলাকার আবুল কাশেম মানিকের স্ত্রী। নিহতের সংসারে ১২ বছর বয়সী মোহাম্মদ এবং ৮ বছর বয়সী মাহমুদ ও দেড় বছর বয়সী মাহমুদা নামের একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের স্বজনরা জানান, ইয়াছমিনকে হত্যা করে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। নিহতের ভাই ইয়াহিয়া বলেন, বিয়ের পর থেকেই স্বামীসহ শশুড়বাড়ীর লোকজন যৌতুকের জন্য তার বোনকে শারীরিক নির্যাতন করতো। এ নিয়ে কয়েকবার সালিশ বিচারও হয়েছে। বোনকে হত্যায় তিনি থানায় মামলা করবেন বলেও জানিয়েছেন।
হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই আসল ঘটনা জানা যাবে।

Discussion about this post