সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার ৩নং তিলনা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ১৮জুন রবিবার ৪জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন ও রিটার্র্নিং অফিসার মোহাম্মাদ রেজাউল করিম এই তথ্য জানিয়েছেন। উপনির্বাচনে মনোয়নপত্র জমা দাখিলকারীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত সাপাহার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: আব্দুল মান্নান, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো: আবু সাহরিয়ার সরদার, স্বতন্ত্র প্রার্থী মো: রায়হান কবির ও মোসা: খাদিজা বেগম বলেও তিনি জানান। ৪জন প্রার্থী তাদের স্ব-স্ব মনোনয়ন পত্র তিলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সাপাহার উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়ে নিজ এলাকায় ভোট যুদ্ধে নেমে পড়েছেন। উপজেলা নির্বাচন অফিসার আরোও জানিয়েছেন যে, আগামী ১৯জুন রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই, ২০জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৬জুন প্রতিক বরাদ্দের পর আগামী ১৭জুলাই ২০২৩ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দৈনিক দেশতথ্য// এইচ//