Print Date & Time : 8 July 2025 Tuesday 5:15 am

তিস্তায় ধরা পড়ল ৯২কেজি ওজনের মাছ

নীলফামারীর ডিমলা উপজেলা পাগলপাড়া গোরিং এলাকায় তিস্তা নদীতে জেলেদের বরশিতে ধরা পড়ল ৯২ কেজি ওজনের আইড় মাছ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে কয়েকজন জেলে তিস্তা নদীতে মাছ ধরতে যায়। কয়েকবার বরশি  টেনে মাছ ধরতে না পেয়ে হতাশ হয়ে পরেন। পুনরায় বরশি টানা শুরু করেন তার কিছুক্ষণ পরেই এই আড়ই মাছটি ধরা পড়েন।

পরে ডিমলা উপজেলার ডালিয়া ২নং বাজারে মাছটি নিয়ে গেলে তার বাজার মূল্য ১লখ ১০ হাজার টাকা দিয়ে খেলাসু নামের এক মাছ ব্যবসায়ী কিনে নেন। তারপরে তিনি মাছটি নীলফামারী জেলা সদরে বিক্রির জন্য পাঠিয়ে দেয়।

আব্দুস সবুর নামে একব্যক্তি জানান,মাছটি জালাল উদ্দিন নামের এক জেলের বড়শিতে মাছটি ধরা পরে।আমরা তিস্তা পারের মানুষ অনেক খুশি। আর নদীতে সহজে এতো বড় মাছ ধরা পড়েন না।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//