Print Date & Time : 2 July 2025 Wednesday 3:05 am

তিস্তার পানি ১০ সে.মি ওপরে প্রবাহিত

নীলফামারী জেলা প্রতিনিধি: ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে তিস্তার পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১০সে.মি. ওপরে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী গ্রামগুলোর বাড়ি-ঘরে পানি ঢুকতে শুরু করেছে।

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানায়, বুধবার দুপুর বারোটা থেকে তিস্তার পানি বাড়তে থাকে। দুপুর ১২টায় বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এরপর পানি বেড়ে বিকেল ৩টায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার) দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, পানির গতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পূর্ব খড়িবাড়ী, কিছামত ছাতনাই, ছোটখাতা, হরিশের চরসহ ৮টি চরের বসতবাড়িতে পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডে পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, দুপুর ১২টায় বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এরপর পানি বেড়ে বিকেল ৩টায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার) দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর//দৈনিক দেশতথ্য//১ সেপ্টেম্বর-২০২২