Print Date & Time : 5 August 2025 Tuesday 9:17 pm

তিস্তা নদীতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, লালমনিরহাট:
জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর সিন্দুর্না পাড়ে খেলার সময় নদীতে ডুবে আলিফ ইসলাম(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিন্দুর্না চরে ঘটে এ দুর্ঘটনা। শিশু এলাকার মিন্টু মিয়ার ছেলে।

তার বাবার নদী পাড়ে গৃহপালিত পশুর ঘাস কাটতে গিয়ে ছিল। এসময় শিশু আলিফ বাবার সাথে যায়। বাবা ঘাস কাটতে ব্যস্ত থাকায় শিশুটি নদীতে পড়ে যায়।
গ্রামবাসীরা জানান, শিশুটি দুপুরে তিস্তা নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়। ৪-৫ ঘন্টা ধরে খোঁজাখুজি করার পর তিস্তা নদীতে তার মরদেহ ভেসে ওঠে। গ্রামবাসী তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি স্থানীয় হাতীবান্ধা থানায় অবগত করা হয়েছে। এটি একটি দূর্ঘটনা ছিল।