Print Date & Time : 22 April 2025 Tuesday 2:10 pm

‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারভেজকে হত্যা করা হয়েছে’

ইরফান উল্লাহ, ইবি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারভেজকে হত্যা করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এসময় সংগঠনটির নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন।

কিন্তু এসবের পরেও কারো কোনো প্রতিবাদ, আন্দোলন দেখিনি। কিছু মানুষ একসময় ছাত্র রাজনীতিকে ঘৃণা করতো কিন্তু তারাই এখন বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। সেইরকম এক গ্রুপ পারভেজকে হত্যা করেছে। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, রাকিব হোসেন সাক্ষর, উল্লাস মাহমুদ, মুক্তাদির রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, আমরা কখনো ভাবিনি যে নতুন বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটবে। ২৪ এর আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চেয়েছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ধারার রাজনীতি। কিন্তু আজকে এই নতুন বাংলাদেশে পারভেজ হত্যার জন্য আমাদের রাস্তায় দাড়াতে হয়। আমরা এই দেশে আর কোনো লাশ দেখতে চাই না। মানুষ নিরাপদে দেশে থাকবে। সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা এই ঘটনার সর্বোচ্চ শাস্তি চাই।

আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, পারভেজ জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ছিলো। কিন্তু একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী তাকে নির্মমভাবে হত্যা করেছে। অথচ এই ঘটনা আগেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সমাধান হয়েছিল। তারপরেও এমন ঘটনা আমাদের কাম্য ছিল না। কিন্তু তার এই হত্যার প্রতিবাদ কাউকে করতে দেখিনি। কিছু মানুষ দেশে ছোট কোনো ঘটনা ঘটলেও আন্দোলনের ডাক দেয়। কিন্তু আজ তারা নিশ্চুপ। আমরা ৫ আগষ্টের পরে নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম। একটি পরিবর্তিত রাজনীতি চেয়েছিলাম। কিন্তু নতুন বাংলাদেশে এমন ঘটনা ঘটবে তা আমরা কখনো ভাবিনি। এখনো দেশের প্রতিটি জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে। তাদের পদ থেকে বাদ দেও হচ্ছে না। যার ফলে এমন ঘটনা আমাদের দেখতে হচ্ছে। আমরা সরকারের কাছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।