Print Date & Time : 12 May 2025 Monday 4:22 am

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে একজন আহত

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ-মায়ানমার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত উইনু থোয়াইং (২৩) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

উইনু থোয়াইং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু হেডম্যান পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের অংক্য থোয়াইন তঞ্চঙ্গ্যার ছেলে।  

শূন্যরেখার ৩৫ নম্বর পিলারের কাঁটাতারের কাছে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গরু আনতে গিয়ে তিনি স্থলমাইন বিস্ফোরণে আহত হন। তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এরপর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, মাইন বিস্ফোরণে আহত একজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

আর//দৈনিক দেশতথ্য//১৭ সেপ্টেম্বর-২০২২