Print Date & Time : 16 April 2025 Wednesday 3:13 pm

তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় : ট্রাম্প

তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের চলমান সংঘাত নিয়ে কথা বলতে গিয়েই তিনি এ বিষয়ে সতর্ক করেন।

ট্রাম্প বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়। তবে তিনি এই যুদ্ধ ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট প্রায়োরিটি সামিটে ভাষণে ট্রাম্প বলেন, তিনি বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধ বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। তিনি বিশ্বজুড়ে চলা হত্যাযজ্ঞ আর দেখতে চান না।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে আমি যুদ্ধ বন্ধ করার জন্য, সংঘাত নিষ্পত্তি করার জন্য এবং গ্রহকে শান্তিতে ফিরিয়ে আনার জন্য দ্রুত এগিয়ে যাচ্ছি। আমি শান্তি চাই, এবং সকলকে হত্যা করা হচ্ছে… আমি এমনটা দেখতে চাই না।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে, রাশিয়া এবং ইউক্রেনে যে মৃত্যু চলছে তা একবার দেখুন। আমরা এটি শেষ করতে যাচ্ছি। তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই। এটা খুব বেশি দূরে নয়। আপনিও এটা থেকে দূরে নন। যদি (প্রেসিডেন্ট জো বাইডেন) আরেক বছর প্রশাসনিক দায়িত্ব পালন করতেন, তবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। কিন্তু এখন এটা ঘটতে যাচ্ছে না।

এম/দৈনিক দেশতথ্য//