স্পোর্টস ডেস্ক:
প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার রোমাঞ্চ নিয়ে নিউজিল্যান্ডের পথে রওনা হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন নিগার সুলতানা জ্যোতির
পৌঁছে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইন করতে হবে সবাইকে। করোনার হানায় পুরো দল যেতে পারেনি একসঙ্গে।
ট্রেনার, সহকারী কোচ ও বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা করোনা পজিটিভ হয়েছেন। ৮ দিন পরের টেস্টে নেগেটিভ হলে মাসের মাঝামাঝি তারা নিউজিল্যান্ড যাবেন।
বিমানবন্দরে অফিসিয়াল ফটোসেশনে দেখা যায়নি তৃষ্ণাকে। পরে চ্যানেল আই অনলাইন একটি সূত্রে নিশ্চিত হয়েছে খেলোয়াড়দের মধ্যে বাঁহাতি পেসারই কেবল করোনা পজিটিভ।
নিউজিল্যান্ডের কন্ডিশন পেস সহায়ক। ওয়ানডে বিশ্বকাপ অভিযানে বাংলাদেশ দলে মূল পেসার তিনজন। জাহানারা আলম, সুরাইয়া আজমিন ও ফারিহা তৃষ্ণা। মিডিয়াম পেস অলরাউন্ডার হিসেবে রিতু মনি ও লতা মন্ডল থাকলেও কন্ডিশন বিবেচনায় একজন মূল পেসার না খেলতে পারলে বাংলাদেশের ক্ষতিই।
নারী উইং প্রধান শফিউল আলম জানিয়েছেন ১৪ অথবা ১৫ তারিখ আইসোলেশনে থাকা তিনজন নেগেটিভ হলে নিউজিল্যান্ড যাত্রা করবে। তাদেরও বাধ্যতামূলক ১০ দিন কোয়ারেন্টাইন করতে হলে প্রস্তুতি জুতসই হবে না।
শফিউল আলম জানালেন, কোয়ারেন্টাইন কমানো যায় কিনা সে চেষ্টা চলছে।
বিশ্বকাপ অভিযানের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। পরে নুজহাত তাসনিয়াকে যোগ করে স্কোয়াড বড় করা হয়।
নিউজিল্যান্ড গিয়ে দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন করে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ। মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমস বাছাইপর্ব খেলে এসে মিরপুরে মাত্র ৫ দিন ক্যাম্প করতে পেরেছে টিম টাইগ্রেস।
এবারই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলবে টাইগ্রেস দল। ৪ মার্চ শুরু হবে ৫০ ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার হবে মেয়েদের খেলার অভিজ্ঞতা।
বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন ছন্দা, সানজিদা আক্তার মেঘলা, নুজহাত তাসনিয়া।
দৈনিক দেশতথ্য//এল//