Print Date & Time : 4 July 2025 Friday 5:02 am

তৃষ্ণার্ত মানুষের মাঝে হার্টসবাংলা’র উদ্যোগে বোতলজাত পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবী সংগঠন হার্টসবাংলা’র উদ্যোগে কুষ্টিয়া শহরের বিভিন্ন পয়েন্টে তৃষ্ণার্ত মানুষের মাঝে বোতলজাত পানি বিতরণ।

 আজ ২৭/৪/২০২৪ ইং: দুপুরে তীব্র তাপদাহে ছিন্নমূল মানুষের মাঝে সামান্য স্বস্তি এনে দিতে হার্টসবাংলা’র সেচ্ছাসেবকগণ এই মানবিক কর্মসূচী পালন করেন।

 শহরের ব্যস্ততম থানা ট্রাফিক মোড়, বড়বাজার, চাউলের বর্ডার, হরিশঙ্করপুর ও লাহিনী বটতলায় উক্ত মানবিক কর্মসূচীতে হার্টসবাংলা’র নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আক্তার রাব্বি (রাতুল), ওসমান উল হাসান, শামছুল কবীর (সজল), জামান বিন মুরাদ (মিঠু), মোকলেছুর রহমান আসিফ, এনাম, হালিম, টুকু প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন হার্টসবাংলা’র সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

২০০০ ইং: সালে গঠিত রেসা (RESA) আরো বৃহৎ পরিসরে সামাজিক উন্নয়ন কর্মসূচী পালনের উদ্দেশ্যে হার্টসবাংলা প্রতিষ্টা করেন। পরবর্তীতে সমাজের প্রতিষ্ঠিত শিক্ষিত তরুণ ও যুবসমাজ হার্টসবাংলা’র সাথে একাত্মতা পোষণ করে  এবং সামাজিক উন্নয়ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। “হার্টস ফর হার্টস” স্লোগান কে সামনে রেখে সমাজের তরুণ-যুব সমাজ ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর সামগ্রিক জীবনমানের উন্নয়ন করাই হার্টসবাংলা’র লক্ষ্য। এর পাশাপাশি সামাজিক বনায়ন, জনসচেতনতা, কর্মসংস্থান, সমন্বিত শিক্ষা নিয়ে কাজ করছে হার্টসবাংলা। 

আগামী মে-জুন মাসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সবুজায়ন নিয়ে কাজ শুরু করছে এই অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানটি। সামনের দিনগুলোতে সমাজের সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগীতা কামনা করে হার্টসবাংলা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ এপ্রিল ২০২৪