ব্যস্ত সবাই। নেই কারো সামান্যতম ফুসরত।মঙ্গলবার রাত ১২টার শেষ হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
উপজেলার সাতটি ইউনিয়নে ৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনী দায়িত্ব পালন করছেন ৩ জন রিটানিং অফিসার, সহ-প্রিজাইডিং অফিসার ২৮২ জন ও পোলিং অফিসার ৫৬৪ জন।
উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে জন্য ৩৩ জন, সাধারন সদস্য পদে ২৪৪ জন এবং সংরক্ষিত নারী আসনে ৯১ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।
উপজেলার মোট ভোটার রয়েছেন ৯৭ হাজার ২’শ ২২জন। এদের মধ্যে পুরুষ ৪৮ হাজার ৭’শ ১৬জন এবং নারী ৪৮ হাজার ৫’শ ১১জন। ইউনিয়ন অনুযায়ী বাংলাবান্ধা ইউনিয়নে পুরুষ ভোটার ৫ হাজার ৭’শ ৫৫ জন, নারী ভোটার ৫হাজার ৭’শ ১৪ জন, তিরনইহাট ইউনিয়নে পুরুষ ভোটার ৭হাজার ১০ জন, নারী ভোটার ৬হাজার ৯’শ ৬৩ জন, তেঁতুলিয়া ইউনিয়নে পুরুষ ভোটার ৮হাজার ১’শ ১৫ জন, নারী ভোটার ৮ হাজার ৪’শ ৩ জন, শালবাহান ইউনিয়নে পুরুষ ভোটার ৮হাজার ১’শ ৯৫ জন, নারী ভোটার ৮হাজার ২’শ ৮২ জন, বুড়াবুড়ি ইউনিয়নে পুরুষ ভোটার ৪ হাজার ৬’শ জন, নারী ভোটার ৪ হাজার ৫’শ ২৬ জন, ভজনপুর ইউনিয়নে পুরুষ ভোটার ৬হাজার ৪’শ ২২ জন, নারী ভোটার ৬হাজার ৪’শ ২ জন, দেবনগড় ইউনিয়নে পুরুষ ভোটার ৮হাজার ৬’শ ১৯ জন, নারী ভোটার ৮হাজার ২’শ ২১ জন।
প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যদের পাশাপাশি দু’জন পুলিশ কর্মকর্তাসহ ৭ জন পুলিশ মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার আলী হোসেন জানান, নির্বাচন সুষ্ট ও সফল ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রিট দায়িত্বে থাকবেন। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, ট্রাক ও পিক আপসহ কিছু যান চলাচল বন্ধ থাকলেও মেইন রোডের বিষয়ে সিদ্ধান্ত অনুযায়ী প্রচার মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দেয়া হবে। # ০৯/১১/২১