সেলিম আহামেদ তাক্কু ৷৷ নিত্য-পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে কষ্ট প্রতিনিয়ত অতিষ্ঠ করে তুলছে ঠিক সেই মুহূর্তে জ্বালানী তেলের মুল্যবৃদ্ধি আগুনে ঘি ঢালার মত বলে মনে করছেন সাধারন মানুষ ! জ্বালানী তেলের মুল্যবৃদ্ধির সাথে সাথে পরিবহন গণপরিবহন এবং লঞ্চ মালিক সমিতি ধর্মঘট করে তিন দিন সাধারণ মানুষ কে কষ্ট দিয়ে ভাড়া বৃদ্ধি করিয়ে নিয়েছে অথ্যাৎ তাদের সমস্যা সমাধান হয়েছে তাড়া পূর্বের ন্যায় গাড়ী চালাচ্ছে কিন্তু সাধারন মানুষ বিশেষ করে নিন্ম ও মধ্যবিত্তদের জীবন আরো কষ্টের মধ্যে ধাবিত হলো ! একদিকে ভাড়া বেশি দিয়ে কর্মস্থলে যেতে হচ্ছে অন্য দিকে দ্রব্যমুল্যের উদ্ধগতী সব মিলিয়ে দিশেহারা সাধারণ মানুষ !সব বারলেও বারিনি তাদের ইনকাম সোর্স ! ফলে এক প্রকার চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে ৷
সোহাগ নামের সাধারন একজন অফিস গামী ব্যাক্তি তার আক্ষেপ এ ভাবেই প্রকাশ করলেন, তিনি বলেন নিত্য-পণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টানতে ব্যর্থ সরকার ডিজেল ও কেরোসিন তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের বিপক্ষেই অবস্থান গ্রহণ করলো। সরকারের মন্ত্রীদের কর্মকাণ্ড ও অবস্থান দেখলে মনে হয়, তারা এদেশের জনগণ নয় লুটেরাগোষ্টির স্বার্থ রক্ষা করতেই ব্যস্ত। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর প্রায় সব মানুষেরই নাভিশ্বাস উঠেছে জীবন চালাতে সংসার চালাতে। এরমধ্যে তেলের মূল্যবৃদ্ধির মত জনবিরোধী সিদ্ধান্ত বাতিল করে লুটেরাগোষ্টি নয় সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় সরকারের অবস্থান গ্রহণ করা উচিত ছিল । সরকারের মনে রাখা উচিত যে, তেলের মূল্যবৃদ্ধির ফলে এই নেতিবাচক প্রভাব পড়বে জনজীবনে। নিত্য-পণ্যের মূল্য বৃদ্ধির চাপে উদ্বিগ্ন জনগণের জন্য এ মূল্য বৃদ্ধি অভিশাপ হয়ে দেখা দিচ্ছে ।
তিনি আরো বলেন ,প্রায়ই দেখা যায় বিভিন্ন এলাকায় শীতকালীন ফসলসহ ঋতু-কালীন বিভিন্ন ধরনের পণ্যের কেজি এক টাকা দরে বিক্রি হয়। অনেক সময় ক্রেতার অভাবে অনেক পণ্য মাঠেই পড়ে থাকে এবং নষ্ট হয়ে যায়। কিন্তু ঠিক একই সময় দেখা যায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে সেসব পণ্যের বেশ দাম। দূর গ্রামের পানির দামের এসব পণ্যের নগরে দাম বৃদ্ধির পেছনে চাঁদাবাজি, মধ্য-স্বত্বভোগী, সিন্ডিকেট ব্যবসায়ীসহ আরও যেসব কারণ থাকে তার মধ্যে অন্যতম একটি হলো উচ্চ পরিবহন খরচ। আর উচ্চ পরিবহন খরচের পেছনে রয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। তাই সরকারের উচিৎ সাধারন মানুষের কথা ভেবে লাগামহীন দ্রব্যমুল্যের লাগাম টেনে ধরে সাধারন মানুষের পাশে থাকতে তেলের দাম বৃদ্ধির পূর্নবিবেচনা ও দ্রব্যমুল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চাঁদাবাজি, মধ্য-স্বত্বভোগী, সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের অওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা

Discussion about this post