Print Date & Time : 19 April 2025 Saturday 5:09 am

ত্যাগী পরিচ্ছন্নদের নিয়ে কমিটি গঠনের নির্দেশনা দিলেন প্রতিমন্ত্রী

গোফরান পলাশ, কলাপাড়া:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি বলেছেন, ‘দল আছে বলেই আমি, আপনি দলের নেতা, কর্মী। দলকে ভালো বসুন, তৃনমূল পর্যায় থেকে দলকে ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিত করতে মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি ভেঙ্গে ওয়ার্ড পর্যায় থেকে ত্যাগী, পরিচ্ছন্নদের নিয়ে কমিটি গঠন করুন। যাতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন শক্তি দেশে আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে।’ প্রতিমন্ত্রী মহিব আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মহিব আরও বলেন,  ‘সাধারণ মানুষ শান্তিময় কলাপাড়া গড়ে তুলতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিপক্ষে আমাকে নৌকায় ভোট দিয়েছেন। তাই এই জনপদে আর কখনও সন্ত্রাস, চাঁদাবাজি চলবে না। দলীয় নেতাকর্মীদের কেউ সন্ত্রাস চাঁদাবাজির সাথে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সতর্ক থাকতে বলেন তিনি।’

তিনি বলেন, ‘আমাদের এখন একটাই লক্ষ্য দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চান, আমাদের দলীয় নেতাকর্মীদের সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।’

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, যুবলীগ নেতা ও প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, যুবলীগ নেতা সৈয়দ মশিউর রহমান শিমু, কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, শ্রমিকলীগের সম্পাদক কালাম সর্দার, ছাত্রলীগের সাবেক সম্পাদক ইঞ্জিনিয়ার ফয়জুর রহমান আশিক তালুকদার প্রমূখ। 

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ৯,২০২৪//