কূটনৈতিক প্রতিবেদক:
পৃথিবীর বিভিন্ন দেশে প্রাণী হত্যা মারাত্মক অপরাধ।
শিকারী যেমন শিকার করতে খুশি মনে পাখি গুলি করে মজা পায়;তেমনি ফিলিস্তিনি হত্যা করতে ইসরাইলিরা আনন্দবোধ করে।ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ-পূর্বে ত্রাণের অপেক্ষায় থাকা ভিড়ে আবারও ইসরাইলি হামলায় ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন। খবর আল জাজিরার।এর আগেও ২৯ ফেব্রুয়ারি গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর একই ধরনের বর্বর হামলা চালিয়েছে ইসরাইল। গেলো মাসের ওই হামলায় অন্তত ১০৪ ফিলিস্তিনি নিহত এবং ৭৬০ জন আহত হন।
গাজার মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি দখলদার বাহিনী একটি গণহত্যা চালিয়েছে। আল-কুয়েত গোলচত্বরের কাছে আটা ও সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন হাজার হাজার ফিলিস্তিনি, এসময় সেখানে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও ২৩ জন বেসামরিক নাগরিক।
এদিন ইসরাইলি সেনাবাহিনী এবং ট্যাংকগুলো মেশিনগান দিয়ে ‘অভুক্ত লোকদের দিকে গুলি চালায় যারা আটা এবং সাহায্যের জন্য অপেক্ষা করছিলো।
গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ায় আহতদের অনেককে হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে চিকিৎসা দেয়া হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী আলা আল-খুদারি আল জাজিরাকে জানিয়েছেন, হামলায় অনেকে নিহত এবং আহত হলেও, তখনও তারা তাদের বাচ্চাদের জন্য খাবার সংগ্রহের চেষ্টা করেছিলো।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post