শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার (২৮ জুলাই) পিক আওয়ারে ২শ’৩ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল । সারাদেশের ন্যায় বিদ্যুৎ সাশ্রয়ে সিডিউল অনুযায়ী চলছে লোডশেডিং। ফলে লোডশেডিংয়ে বেশ কিছুটা বিপাকে রয়েছে অত্র অঞ্চলের গ্রাহকরা।
ওজোপাডিকোর কন্ট্রোল রুমের দেওয়া সূত্র অনুযায়ী, খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় চলছে লোডশেডিং। বৃহস্পতিবার পিক আওয়ারে ওজোপাডিকো এবং পল্লী বিদ্যুতের চাহিদা ছিল ২ হাজার ১৬ মেগাওয়াট। চাহিদার বিপরীতে সরবরাহ দেওয়া হয়েছে ১ হাজার ৮১৩ মেগাওয়াট।
অর্থাৎ ২০৩ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। এরমধ্যে পিক আওয়ারে ওজোপাডিকোর ৫৭৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ৫৩৭ মেগাওয়াট বিদ্যুৎ। ঘাটতি ছিল ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ। আর পল্লী বিদ্যুতের ১ হাজার ৪৪৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ দেওয়া হয় ১ হাজার ২৭৬ মেগাওয়াট। ফলে ঘাটতি দেখা দেয় ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ।
আর//দৈনিক দেশতথ্য//২৯ জুলাই-২০২২//