Print Date & Time : 2 August 2025 Saturday 7:12 am

দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিলেটে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানা এলাকার পুলিশ বক্স সংলগ্ন খোজার খোলা মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম জানান, মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিল। ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি। বর্তমানে লাশ পুলিশের হেফাজতে রয়েছে। তার পরিচয় খুঁজছে পুলিশ।

রুবেল//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৯,২০২৩//