সিলেটের দক্ষিণ সুরমায় একব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে থানাপুলিশ লাশটি উদ্ধার করে। নিহত বাবুল মিয়া (৫২) থানার বেটুয়ারমুখ গ্রামের মৃত গনাই মিয়ার ছেলে। ঘটনাটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান- বাবুল মিয়ার পরিবারের বেশিরভাগ সদস্য শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তিনিও প্রতিবন্ধী ছিলেন। রবিবার ভোররাতে ঘরে থাকা দা দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন। গণ্যমান্য লোকজনের পরামর্শে ময়না তদ্ন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
তারেক //দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৭,২০২৩//

Discussion about this post