Print Date & Time : 28 July 2025 Monday 9:35 pm

দক্ষিণ সুরমায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার ৭৯টি কেন্দ্রের ১৫ শত ৯৫ জন ভোটগ্রহণকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।

এ সময় বিভাগীয় কমিশনার এনডিসি ভোটগ্রহণ কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।

সিনিয়র জেলা নির্বাচন অফিস সিলেটের আয়োজনে এবং দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. হারুন-অর-রশিদ, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার, মোগলাবাজার থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা, পিপিএম।

সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৮,২০২৩//