হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলার সকল পূজামণ্ডপ গুলোতে উপহার (আর্থিক অনুদান) প্রদান করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
বুধবার (১৮ অক্টোবর) দক্ষিণ সুরমার জৈনপুরস্থ কালীবাড়ি মন্দিরে এ উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি আশিষ কুমার দে।
ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এদেশে সকল ধর্মের মানুষের বসবাসের উপযোগী করেছেন। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সরকার ও দেশের আইনশৃংখলা বাহিনী সদা তৎপর।
আমার বিশ্বাস, প্রতিবারের ন্যায় এবারের দুর্গাপূজাও অত্যন্ত সুষ্টু ভাবে সম্পন্ন হবে।ডা. দুলাল এসময় পূজামণ্ডপ গুলোর প্রতিনিধিদের মাধ্যমে দক্ষিণ সুরমার সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানান।উপহার প্রদান ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, দেবাশীষ দে বাসু, শৈলেন কুমার কর, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, দীপংকর দাস, যুবলীগ নেতা নন্দন চন্দ্র পাল।
এছাড়াও সভায় দক্ষিণ সুরমার প্রতিটি পূজামন্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ অক্টোবর ২০২৩