Print Date & Time : 6 July 2025 Sunday 7:40 pm

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

সিলেট অফিস :
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে মোগলাবাজারের জলকরকান্দী গ্রামের রেল লাইনের উপর থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় রেল লাইনের কর্মীরা মোগলাবাজারের জলকর কান্দী গ্রামের রেল লাইনের উপর বিচ্ছিন্ন একটি মরদেহ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারে কাজ শুরু করে।

এব্যাপারে সিলেট রেলওয়ে থানা পুলিশের ডিউটি অফিসার নয়ন মিয়া জানান, ঘটনাস্থলে আমাদের রেলওয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছ। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

দৈনিক দেশতথ্য// এইচ//