সিলেটের দক্ষিণ সুরমায় নিখোঁজের দুদিন পর নিজ বাড়ির পুকুরে মিলেছে এক ব্যক্তির লাশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার শাহসিকন্দর গ্রামের একটি বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানাপুলিশ।
নিহত ব্যক্তির নাম শায়েফুল হক চৌধুরী (৪৮)। তিনি শাহসিকন্দর গ্রামের মৃত মাহমুদুল হক চৌধুরীর ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।
তিনি জানান- শায়েদুল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার (৩ ডিসেম্বর) দিনের বেলা তিনি নিখোঁজ হন। আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজন তার দেহ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার।
ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি শামসুদ্দোহা।
এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৫,২০২৩//

Discussion about this post