চট্টগ্রামের মীরসরাইয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অর্ধকোটি টাকার জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বুধবার সকালে উপজেলার মিঠাছরা বাজারে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য সচিব ও অধ্যক্ষ এমদাদ উল্লাহ খান জানান, স্থানীয় প্রভাবশালী লুৎফুল হক, নুরুল আলম, ফখরুল ইসলাম, শামীম উদ্দিন চৌধুরী ও কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদ্রাসার ২.৩০ শতক জায়গার ওপর দালান নির্মাণ করে দোকান করে আসছেন। একাধিকবার তাদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলার পরও তারা ছাড়েননি। সর্বশেষ জেলা প্রশাসক মমিনুর রহমানের শরণাপন্ন হলে তিনি গত ১১ আগস্ট অবৈধ দখলদারের নাম উল্লেখ করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ জারি করেন।
নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির দখল বুঝে নিয়ে জেলা প্রশাসক বরাবর নিশ্চিত করার জন্য মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার তিন মাস অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে মাদ্রাসার জায়গা দখলমুক্ত করা হয়।
মাদ্রাসার সম্পত্তি দখলমুক্ত করার জন্য অধ্যক্ষ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাসুদ কামাল এবং সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন– মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আরাফাত।
বা// দৈনিক দেশতথ্য// ১৭ নভেম্বর//

Discussion about this post